
মোঃ জাহাঙ্গীর আলম গাজীপুর:
গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মে মঙ্গলবার বিকালে নগরীর বোর্ড বাজার মির্জাপুর সিএনজি পাম্প সংলগ্ন মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাছা থানা বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাই এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নাইম মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাজারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বসির উদ্দিন বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু,
কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ হারুনুর রশিদ খান, সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ খান,
বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, গাছা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, ৩৫ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম,
৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আলী, গাজা থানার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া,
গাছা থানা যুবদলের ভার-প্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আহমেদ রিপন, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম ভূঁইয়া ও আব্দুল আল নাইম, যুবদল নেতা মতিউর রহমান মৃধা,
যুবদল নেতা শরীফ সরকার, বিএনপি নেতা মোহাম্মদ মনির খান, বিএনপি নেতা শফিকুল ইসলাম খান, ৩৫ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোঃ শফি, ওলামা দলের গাছা থানার আহবায় মাওলানা আব্দুল মোমেন, কৃষক দল নেতা আজিজুর রহমান সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার ৩৬ লাখেরও বেশি বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছেন এবং অধিকাংশ নেতাকর্মীদেরকে জেল হাজতে রেখেছিলেন।নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, স্বৈরাচার পতনের ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা মাথায় নিয়ে অনিশ্চিত দিন পার করছেন।তারা অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অনুষ্ঠানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী এবং সুসংগঠিত আছে বলে নেতৃবৃন্দ দাবি করেন।পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন সহ অন্যান্য সকল আন্দোলনে নিহত বিএনপি সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Discussion about this post