
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির গাজীপুর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের গাছা থানা দক্ষিন খাইলকুর বাদশা মিয়া বিদ্যালয়ের হলরুমে এ সমন্বয় সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল থেকে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দালালি না, রাজপথ, রাজপথ’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা ঢাকা’, ‘যুব শক্তি আসছে, রাজপথ কাঁপছে’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগানের পাশাপাশি যুবশক্তির সাংগঠনিক স্লোগানও দেয়া হয়। স্লোগানটি হলো ‘বাংলার শক্তি যুব শক্তি, যুব শক্তি জনতার মুক্তি’।
এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির কেন্দ্রীয় মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। সভাপতিত্ব করেন, জাতীয় যুবশক্তির সংগঠক এম.এ ইসলাম আসাদ। সঞ্চালনা করেন, জাতীয় যুব শক্তির সংগঠক মোঃ মহসিন উদ্দিন।
সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন,যুবশক্তি একটি উদ্যমী,আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আত্বপ্রকাশ করেন।
নেতাকর্মীদের উদ্যেশ্যে বিশেষ অতিথিরা বলেন,কোটা নয়,
বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু। আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করি। আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মুল লক্ষ্য।
তিনি আরও বলেন,আমরা চাই না,অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি। আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।আয়োজিত এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন,জাতীয় যুব শক্তির যুগ্ন সদস্য সচিব নিশাত আহমেদ, সিনিয়র সংগঠক জাতীয় যুব শক্তি ইয়াসিন আরাফাত, সিনিয়র আহবায়ক জাতীয় যুব শক্তি তুহিন আহমদ, বশির আহমেদ, আতিক, আব্দুল হান্নান, আকাশঘোষ, সিয়াম,তরিকুল ইসলাম, আরিফ, সালাউদ্দিন ফারাজি, নাফিউ, মোজাম্মেল
শাকিল সরদার খান আলামিন সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post