
মোঃ মুজাহিদুল ইসলাম
গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সহ-সভাপতি মরহুম জনাব মোঃ ইমন সরকার এর ৪০ দিন ওফাত উপলক্ষে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ করা হয়।ঠ
অদ্য ১১ ই জুলাই ২০২৫ ইং তারিখ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় টঙ্গী এরশাদনগর ৩ নং ব্লক টেকবাড়ী রোডের গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির কায্যলয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহীন দেওয়ান এর সভাপতিত্বে ও সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জয়নাল দেওয়ান এর সঞ্চালনায়,উপস্থিত ছিলেন মরহুম ইমন সরকারের সহধর্মীনি, মেয়ে সহ পরিবারের অনেক সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন সততা বাউল শিল্পী সমিতির সদস্য পাগল ফিরোজ, প্রেম আনন্দ সরকার, ইউনুস আলী মোল্লা, মজিবর সরকার, জাহাঙ্গীর বয়াতি, কবির সরকার, অদুদ সরকার, ইয়াসিন সরকার,হোসেন সরকার, হাবিল ভান্ডারী, রুবেল দেওয়ান, শেরে আলী দেওয়ান, শাকিল ভান্ডারী, হোসেন ফকির,মারুফ দেওয়ান, মোঃ মেহেদী হাসান সোহাগ সহ সমিতির সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতি শাহীন দেওয়ান বলেন মরহুম ইমন সরকার বাংলাদেশ বাউল শিল্পীদের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বাউল শিল্পীদের অপুরণীয় ক্ষতি হয়েছে যা অন্য কেউ পূরণ করতে পারবে না। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারকে জানাই সমবেদনা। আল্লাহ পাক যেন মরহুম ইমন সরকারের সকল সদস্যকে শোক সইবার ক্ষমতা দেন। দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post