
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান দৈনিক যুগান্তরের স্বপ্ন সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর গাছায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ১মিনিট
দাঁড়িয়ে নীরাবতা পালনের মধ্য দিয়ে নুরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বুধবার (১৬ জুলাই) বাদ আসর যুগান্তর গাছা থানা স্বজন সমাবেশের উদ্যোগে নগরীর বোর্ডবাজার এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, নুরুল ইসলাম বাবুল একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশে তার সব অর্থ বিনিয়োগ করেছেন। তিনি বিদেশে একটি টাকাও পাচার করেননি। দেশকে সমৃদ্ধিশালী করতে তার ভূমিকা ছিলো অপরিসীম। জুলাই আন্দোলনে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছিলো আজ তিনি বেচে থাকলে অনেক খুশি হতেন।যুগান্তর স্বজন সমাবেশের গাছা থানা শাখার সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের সঞ্চালনায় কর্মবীর যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কেন্দদ্রীয় কৃষক দলের সদস্য মোঃ হারুনুর রশিদ খান,থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএস নাঈম মাস্টার, সহ-সভাপতি মো. আবুল হাসেম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, ইদ্রিস মন্ডল, জাহাঙ্গীর মোল্লা, ইউসুফ আলী সরকার, মনির হোসেন খান, শরীফ সরকার, সেলিম খান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাংবাদিক আরিফ মৃধা, এমারত হোসেন বকুল, মো. রফিকুল ইসলাম, মো. আনিসুল ইসলাম, ফাহিম ফরহাদ, নজরুল ইসলাম, ইকবাল হোসাইন, মিজান, রাজু, সাবরিনা জাহান, জিয়াউর রহমান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা
প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন কর্মবীর তার মেধা ছিলো বাস্তবায়ন ভিত্তিক, মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পিছনে ছিলো তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় যমুনা গ্রুগের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে তিনি ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি।
ব্যক্তিগত জীবনে নুরুল ইসলাম ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী। তার সব অর্থ, মেধা ও পরিশ্রম দেশেই বিনিয়োগ করেছেন। তিনি কখনোই ঋণখেলাপি ছিলেন না। খেলাপি ঋণ এবং বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন।
১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। এরপর সব বাধা উপেক্ষা করে এগিয়ে গেছেন শিল্প খাতের এই আপসহীন উদ্যোক্তা। মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে প্রায় ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।
এদিকে দিনব্যাপী নগরী ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশীদিয়া মাদরাসায় কোরান খতমের আয়োজন করা হয়। পরে বিকালে কোরান খতম শেষে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী স্মরণ সভায় অংশ নিয়ে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক আব্দুল হাই শিকদারসহ যুগান্তর পরিবারের সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া
রশীদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনির হোসেন আব্বাসি। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা
হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ছিলেন যুগান্তর প্রতিনিধি এমআর নাসির।
Discussion about this post