
সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চিরুনি অভিযানের অংশ হিসেবে গাজীপুরের গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রুবেল খান (৩৪), জহির রায়হান (৩২), দিদার হোসেন (৩৬), আল আমিন ওরফে আবির হোসেন রনি (২৯), মো. সোহেল রানা (৩৩), আলিফ কোরাইশী জয় (৩৩) ও মানিক শেখ (২৪)। এরা সকলেই নিষিদ্ধ সংগঠন আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে গাছা
থানা এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড এ বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ কর্মকান্ড নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।
এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে বৈষম্যের মামলায় বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান রাজনৈতিক বিবেচনায় নয়, বরং অপরাধীদের পাকড়াও করা ও অপরাধ নির্মূলের এটি একটি চলমান প্রক্রিয়।
Discussion about this post