
গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস রুমে
এক শিক্ষকের ছোড়া ডাস্টারে মো.আব্দুর রহমান ভূঁইয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক
ছাত্র আহত হয়েছে। আব্দুর রহমান স্থানীয় খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়
অ্যান্ড কলেজের ছাত্র। সে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার আব্দুল
মান্নান ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় আহত ছাত্রের বাবা আব্দুল মান্নান শিক্ষক বিপ্লবকে অভিযুক্ত করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ওই
শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে আহত অবস্থায় প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলে দ্রুত বোর্ডবাজার ফাস্ট আই চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহত ছাত্রকে ঢাকার আই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, আমার ছেলে মেধাবী ছাত্র।সে বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ে। ক্লাসে পড়ানোর সময় হয়তো ছেলে অমনোযোগী ছিলো যার কারণে শিক্ষক বিপ্লব উত্তেজিত হয়ে তার হাতে থাকা ডাস্টার ছুড়ে মারেন,ডাস্টার গিয়ে ছেলের চোখে লাগে। ছেলেকে দ্রুত চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, এর আগেও শিক্ষক বিপ্লব ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে নাম্বার কম-বেশি দেওয়া, খাতায় নাম্বার টেম্পারিং ও প্রাইভেট পড়তে চাপ সৃষ্টি করাসহ নানা অভিযোগে চাকরি হারিয়েছেন। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মনোনীত হয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ফের নিয়োগ পান। এবারের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মাহিন নামে এক ছাত্রকে শিক্ষক বিপ্লব মারধর করে। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই শিক্ষক বিপ্লবের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করে। পরে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই আন্দোলনে আব্দুর রহমান অংশ নেয়। হয়তো এর জেরেই এঘটনা। তবে এহেন কর্মকান্ডে শিক্ষক বিপ্লবের অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন এলাবাসী।
এদিকে বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ বলেন, এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো.
আমিনুল ইসলাম বলেন, আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Discussion about this post