
মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ৭ নং ওয়ার্ড,পাঁচগাছী শান্তিরাম মডেল বহুমূখী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক রুস্তম মাষ্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। অত্র স্কুলের প্রধান শিক্ষক রুস্তম মাস্টার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ছাপড়হাটী ইউনিয়নের মৃত ইসহাক বেপারীর ছেলে। তিনি স্কুলের পুরাতন বিল্ডিং এবং স্কুল মাঠের চারটি গাছ বিক্রয় করে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা। এ বিষয়টি জানাজানি হলে রাতের আধারে গাছের গুড়ি ভেকু দিয়ে তুলে নিয়ে পিয়ন মোহাম্মদ আলীর বাসায় পাঠানো হয় বলেও অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া স্কুলে একটি বোর্ড ঘর ছিলো সেই বোর্ড ঘরটি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে সেটি ভেঙে সকল মালামাল বিক্রয় করেছে প্রধান শিক্ষক রুস্তম মাস্টার এছাড়াও অভিযোগ রয়েছে পুরাতন বিল্ডিং ভেঙে ফেলার পরে পুরাতন ইট গুলি বিক্রি করা হয় এর মধ্যে অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাহবুর রহমানের বাসায় যায় এক হাজার ইট যা ভ্যান গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুস্তম মাস্টার একাধিক নিয়োগ বাণিজ্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। তিন বছর আগে স্কুলের শিক্ষক এবং পিয়ন নিয়োগের সময় তিনজন কে নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ্যে টাকা। তিনি বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বলেও জানা যায়। এ বিষয়ে জানতে স্কুলের প্রধান শিক্ষক রুস্তম মাস্টারের মুঠোফোনে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।এ বিষয়ে জানতে সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (টিএনও) সাহেবের মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নাই, আমি বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Discussion about this post