
মোঃ মুজাহিদুল ইসলামঃ
টঙ্গীতে এক বৃদ্ধা চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
রােববার(৩ রা আগস্ট ২০২৫ ইং)সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এই ঘটনা ঘটে। বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর নাম পরিচয় পাওয়া যায় নাই।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরনে ছিল খয়েরী রং এর শাড়ি ও লাল রং এর ব্লাউজ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনে দিয়ে এলোমেলো ভাবে হাঁটছিলেন বৃদ্ধ নারী। হঠাৎ করে সড়কে নেমে চলন্ত বাসের নিচে ঝাপিয়ে পরেন তিনি। এসময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
Discussion about this post