
শোষক শোষিতের কথা
মোঃ এমদাদুল হক
কারো শাস্তি কঠিন কিন্তু অপরাধ খুবই তুচ্ছ।
কেউ বিশাল অপরাধ করেও পেয়ে যায় পার।
কঠিন অপরাধী হিসেবে তুমি যাকে খুজছো,
ধরা পরেও সে পালিয়ে যায় বারবার।
নির্মম বাস্তবতায় যে সামান্য অপরাধে অপরাধী,
তাকেই বারবার করো তুমি বন্দী।
নিজে খুন করেও অপরকে ফাঁসাতে যে হয়ে যায় বাদী,
উল্লাসে মেতে প্রকাশ্যে ঘুরে, সে করে নানা ফন্দি।
পৃথিবীটা চলছেই শক্তির দাপটে।
দুর্বল সেথা ভীষণ অসহায়।
শোষক ধরে শোষিতের শীর্ণ দেহ ঝাপটে,
দুর্বল শোষিত যে সেখানে ভীষণ নিরুপায়।
কষ্টে ফলানো কৃষকের ফসল।
লুট করে নিয়ে যায় লুটেরা।
এভাবেই শোষক আরও হয়ে উঠে সবল।
ক্ষুধার যন্ত্রণায় নির্ঘুম রাত কাটায় মুটেরা।
চোরের বদলে নির্দোষ মুদি দোকানি যায় জেলে।
চোরের দল উল্লাসে মাতে নির্দোষ থাকে জেলখানায়।
সন্ত্রাসী ঘুরে বেড়ায় খুনও করে বসে সুযোগ পেলে।
দোষীকে নির্দোষ এবং নির্দোষকে তারা দোষী বানায়।
Discussion about this post