
গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আরিফ হাওলাদারের নেতৃত্বে বিএনপির ৩১ দফা প্রচার
গাজীপুর, ২৬ সেপ্টেম্বর: গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার এর নেতৃত্বে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা।
আরিফ হোসেন হাওলাদার বলেন,
“৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য এসব প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ কর্মসূচি।”
নির্বাচনে ‘পিয়ার (PR) পদ্ধতি’ বিষয়ে মত প্রকাশ করে তিনি আরও বলেন,
“পিয়ার পদ্ধতিতে ভোট দিলে জনগণ জানতে পারে না তারা কাকে ভোট দিয়েছে, কিংবা তাদের ভোটে কে নির্বাচিত হলো। এতে স্বচ্ছতার অভাব তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এই পদ্ধতির মাধ্যমে স্বৈরাচারীদের জন্য পথ সুগম হয়। নামেই এটি গণতন্ত্র, প্রকৃতপক্ষে নয়।”
তিনি আরও দাবি করেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে তাদের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটবে।
বিএনপির নেতাকর্মীদের ভাষ্য মতে, এই লিফলেট বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে গাজীপুরের অন্যান্য ওয়ার্ডেও চালু করা হবে।
Discussion about this post