
কাজী কেয়া:
গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারারুদ্ধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে । সোমবার (২৮ এপ্রিল) অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যু বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তৃতাকালে এ অভিযোগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কবর জিয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মহানগর যুবদলের অনুষ্ঠানে মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভায় সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুইয়া, যুবদল নেতা নাজমুল খন্দকার সুমন, ফারহাজ বিন প্রবালসহ নেতারা উপস্থিত ছিলেন। বিকালে গাজীপুর সদর মেট্রো বিএনপি আয়োজিত স্মরণ সভায় অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, মীর হালিমুজ্জামান ননিসহ নেতারা বক্তব্য রাখেন।
Discussion about this post