
কঠিনতর প্রশ্ন
কবি মোঃ এমদাদুল হক
আমি কে আসলে?
কি আমার নাম, পরিচয়, ঠিকানা?
কোথা থেকে এলাম, যাবইবা কোথায়?
শেষ পরিণতিটা— কে জানে ঠিক কেমন?
রাস্তায় কারো সাথে দেখা হলে বলি—
“তুমি কে?”
সে-ও হাসে, প্রশ্ন ফেরত ছোড়ে—
“আপনি-ই বা কে?”
পশু-পাখি কি এমন প্রশ্নে জর্জরিত?
নিজেকে না চিনলে, তারা কি
ঘাসে বসে ফ্যালফ্যাল করে ভাবে—
“আমি কে? আমি কোথা থেকে এসেছি?”
একটা বাঘ সামনে এসে দাঁড়ালে—
সে কি হুংকার দিয়ে জিজ্ঞেস করে—
“তুই কে রে? এখানে কী করিস?”
নাকি আমরা-ই আতঙ্কে কাঁপি,
ভাবি— “এটা কে এল হঠাৎ?”
সিংহ যখন আসে গর্জে,
আমরা কি তাকে বলি—
“আপনি কে ভাই?
এখানে কেন এলেন হঠাৎ করে?”
না, ওরা প্রশ্ন করে না।
ওরা জানে, কে তারা।
ওদের মাঝে চুরি, ডাকাতি, ছিনতাই
এসবের কিছুই নেই।
আর আমরা?
আমরাই ঘুষ খাই, গুলি করি, ছুরি চালাই,
ছিনতাই, ধর্ষণ, খুন করি।
তারপর সন্ধ্যায় আয়নায় তাকিয়ে বলি—
“আমি কে?”
Discussion about this post