প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:৪১ পি.এম
গাছা থানা শ্রমিক দলের পকেট কমিটি গঠন, ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

গাছা থানা শ্রমিক দলের নবগঠিত কমিটিকে ঘিরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। দলের দীর্ঘদিনের ত্যাগী, পরিশ্রমী এবং দুর্দিনে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের উপেক্ষা করে আত্মীয়স্বজনভিত্তিক তথাকথিত "পকেট কমিটি" গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই অন্যায্য কমিটি বাতিলের দাবিতে আজ স্থানীয় এক মিলনায়তনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন বঞ্চিত শ্রমিক নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাছা থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, “দলের জন্য যাঁরা বছরের পর বছর সংগ্রাম করেছেন, আন্দোলনে জেল-জুলুম সহ্য করেছেন, আজ তাঁদের মূল্যায়ন না করে অযোগ্য ও সুবিধাবাদীদের জায়গা করে দেওয়া হয়েছে—যা মেনে নেওয়া যায় না।”
বঞ্চিত নেতাকর্মীরা জানান, দলীয় আদর্শকে পদদলিত করে আত্মীয়তার খাতিরে পদ-পদবি বণ্টন করা হয়েছে। এতে দলীয় নীতিমালাও লঙ্ঘিত হয়েছে।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত কমিটি পুনর্গঠন না করা হলে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো।”
দলের অভ্যন্তরীণ এই সংকটে তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এবং একটি গ্রহণযোগ্য ও ত্যাগী নেতৃত্বের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাছা থানা শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft