প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৫৩ পি.এম
গাজীপুরে ফারিয়ার মানববন্ধন ওষুধ সাপ্লাই বন্ধের হুঁশিয়ারি

গাজীপুরের গাছায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মো. আশিক চৌধুরীকে কুপিয়ে ২ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও ফারিয়ার নেতৃবৃন্দ। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মহাসড়ক আংশিক অবরোধ করে শতাধিক পেশাজীবী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সক্রিয় ছিনতাইকারী চক্রকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত আশিকের ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনলে গাজীপুর জেলায় ওষুধ সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন— ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিক রহমান, জেলা সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক সরদার কামাল হোসেন, মহানগর সম্পাদক ইসমাইল, বোর্ডবাজার ফারিয়ার সভাপতি শাকিল আকন্দ, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান প্রমুখ। এছাড়া বিসিডিএস বোর্ডবাজার শাখার সভাপতি মহসিন আনসারি ও সম্পাদক মোতালেব হোসেনও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
সভা পরিচালনা করেন বদিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ফারিয়া ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) রাতে নগরীর গাছা রোড এলাকায় বিক্রয় প্রতিনিধি আশিককে কুপিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে দুর্বৃত্তরা। আশিক বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। মালামাল উদ্ধারের পাশাপাশি অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft