প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১২:০৩ পি.এম
গাজীপুরে বাসন থানা কর্মজীবী দলের বিজয় র্যালি,দলে দলে আসছেন নেতাকর্মীরা

ঐতিহাসিক ৩৬শে জুলাই আওয়ামী ফ্যাসিবাদ, ভারতীয় আগ্রাসনের পতন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে বিজয় র্যালি করেছে গাজীপুর মহানগরের বাসন থানা কর্মজীবী দল।
কর্মজীবী দলের বাসন থানা সভাপতি মোঃ শরিফ হোসেনের নেতৃত্বে নগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাস আড়তের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মোঃ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক হেলিন দেওয়ান সহ বাসন থানা কর্মজীবী দলের সহ-সভাপতি মোঃ জামাল মিয়া,বাসন থানা কর্মজীবী দলের সাধারণ সম্পাদক শাহ আলম, বাসন থানা কর্মজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, বাসন থানা কর্মজীবী দলের প্রচার সম্পাদক সানি মিয়া,আইজুল মিয়া,মান্নান মিয়া ও ১৫ নং ওয়ার্ড কর্মজীবী দলের সভাপতি মোঃ সেলিম হোসেন ও ১৫ নং ওয়ার্ড কর্মজীবী দল সাধারণ সম্পাদক মাসুদ ও রিয়াদ, ১৭ নং ওয়ার্ড কর্মজীবী দলের সভাপতি আরিফ হোসেন সহ গাজীপুর মহানগরের সকাল থানা ও ওয়ার্ড কর্মজীবি দলের সদস্যরা এই বিজয় র্যালি অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft