প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ১১:০৫ এ.এম
গাজীপুরে যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠকের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

গাজীপুর মহানগরের এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির সিনিয়র মুখ্য সংগঠক এসকে শাকিলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকা থেকে বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজারের প্রেসিডেন্সি কলেজের সামনে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে যুবশক্তির নেতৃবৃন্দ শাকিল এর উপর হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।বক্তারা বলেন,শাকিল এর উপর হামলাকারীরা নিজেদেরকে এনসিপি বা যুব শক্তির নেতা হিসেবে নিজেদেরকে দাবী করছেন।অথচ তারা এনসিপি বা যুবশক্তির কেউ নন।তারা পতিত আওয়ামী লীগের সদস্য এবং দোসর।আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন।
হামলার শিকার যুবশক্তি নেতা এসকে শাকিলের সাথে প্রতিবেদকের কথা হয়।তিনি জানান, গাজীপুর মহানগরের মোল্লা মার্কেট এলাকায় কিছু উশৃংখল যুবক নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য সেখানে ত্রাস সৃষ্টি করার পায়তারা করছে।ওই সময় সেখানে যুবশক্তির নেতা দাবিদার মোয়াকিব, মনজুরুল ইসলাম টিটু নাবিল ইউসুফ এবং তাদের বেশ কিছু বন্ধুবান্ধব সেখানে উপস্থিত হয়ে যুবকদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে মোয়াকিব এর উপর উশৃংখল যুবকেরা হামলা করে তাকে মারাত্মক আহত করে।
এ সময় পাশেই মহানগরীর সাইনবোর্ড এলাকায় অবস্থান করছিলেন মহানগর যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠক এসকে শাকিল।মোল্লা মার্কেটে মারামারি হচ্ছে এরকম একটি ফোন শাকিল এর নিকট আসলে মোয়াকিব শাকিল এর পূর্ব পরিচিত হওয়ায় তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি আহত অবস্থায় মোয়াকিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। শাকিল বলেন,মোয়াকিবকে বাঁচাতে গিয়ে আমিও আহত হই,তারপরও যেহেতু সে আমার পূর্ব পরিচিত তাই তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমি দ্রুত হাসপাতালে ছুটে যাই।হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছার সাথে সাথেই মোয়াকিবের বাবার নির্দেশে যারা আওয়ামী লীগের সদস্য কিন্তু যুবশক্তির নেতা দাবিদার মনজুরুল ইসলাম টিটু,নাবিল ইউসুফের নেতৃত্বে মোস্তফা সানি,সাজ্জাদ সহ একদল সন্ত্রাসী হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাচি সহ ধারালো অস্ত্র দিয়ে আমার উপর উপূর্যপুরি আঘাত করে।তারা আমার পিঠে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি।এক পর্যায়ে জনতা আমাকে সেখান থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করার চেষ্টা করলে তারা আবারো আমাকে আঘাত করার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়ে।সুতরাং এই হাসপাতাল আমার জন্য নিরাপদ নয় ভেবে আমাকে টঙ্গী হাসপাতালে নিয়ে ভর্তি করে।সেখান থেকে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি বলেন মোয়াকিবের বাবা সহ সন্ত্রাসীরা আমাকে এখনো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।সন্ত্রাসীরা আওয়ামী লীগের দোসর অথচ তারা নিজেদেরকে এনসিপি এবং যুব শক্তির সংগঠক হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত করছে।শাকিল বলেন, এর আগেও এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে।সেগুলোর সঠিক বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বারবার হামলা করার সাহস পাচ্ছে।তিনি প্রশাসনের নিকট দাবি করেন,এ সকল সন্ত্রাসী এবং তাদের মদদ দাতাদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft