গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-ইসলামপুর মোল্লাপাড়ার প্রবেশের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বাঁশ দিয়ে ঘেরাও করে বন্ধ রাখা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন , এ সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে বাঁশ দিয়ে বেড়া দেওয়ায় সাধারণ মানুষ, রোগী পরিবহন, জরুরি সেবা প্রদানকারী যানবাহন ও কারখানার লরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, বয়স্ক মানুষ ও শ্রমজীবীদের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়ক দখলের কারণে শুধু যাতায়াতই নয়, জরুরি সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তারা দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বাঁশ অপসারণ করে সড়কটি সকলের চলাচলের জন্য উন্মুক্ত করে দিক।
একজন প্রতিবাদকারী স্থানীয় জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করি। এখন বাঁশ দিয়ে পুরো পথ বন্ধ হয়ে গেছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সও সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। এটি আমাদের জন্য বড় ধরনের সমস্যা।”
অপর এক বক্তা বলেন, “সরকার এবং স্থানীয় প্রশাসন যদি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন, তাহলে এই ভোগান্তি দূর হবে। আমরা চাই আমাদের চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।”
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত