মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহিন খান। সোমবার (২৮ এপ্রিল) তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন । এর আগে তিনি গাজীপুর মহানগর গোয়েন্দা( ডিবি )উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
এদিকে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ কে শনিবার (২৬ এপ্রিল) প্রশাসনিক কারণে অফিসার ইনচার্জ'র পদ থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে সংযুক্ত করতে প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মতিউর রহমান শেখ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান সাংবাদিকদের জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে পুলিশিং অভিযান সব সময়ই চলমান থাকবে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আইনের ব্যর্থয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত