
চামচার দল
মোঃ এমদাদুল হক
দুই পায়ে হেটে যায় শুনি তবু চেটে খায়।
এমন অদ্ভুত জীব আছে বাংলার বুকে।
আছে দুই হাত তবু চাটে দিনরাত।
জীবন কাটে কোন মতে ধুকে ধুকে।
চামচার দল নিয়ে বুকে বল।
সারাদিন যায় শুধু চেটে।
নেতার কিছু হলে যায় চামচা গলে।
পুরোদিন যায় নেতার পিছে হেটে।
রাতে কুড়েঘর দিন যায় পরের উপর
কোনভাবে কেটে যায় দিন।
চামচামির ফল সারা চোখে জল।
বাঁচে শেষে করে টাকা ঋণ।
চামচার দল কেড়ে নেয় বল।
সব চামচারই এক রকম ভুড়ি।
দিনে ভাল সেজে রাতে পুরো গ্রাম ভেজে
ঘরে ঘরে করে বেড়ায় চুরি।
Discussion about this post