নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসীরা এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা সহ ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর করার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের বারান্দায় ইউনিয়নবাসীর উদ্দ্যোগে হামলা ও ভাংচুর করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে আয়োজিত অবস্থান কর্মসূচি হামিদুর রহমান মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দাতা সংস্থার প্রধান মাওলানা আব্দুর রহমান, সমাজ সেবক দিদার রহমান, জাহিনুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ সহ এলাকাবাসী প্রমুখ। অবস্থান কর্মসূচি সমাবেশে বক্তারা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামান এর উপর হামলা ও পরিষদে ভাংচুর কারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবী জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত