মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অর্ণিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এতে সভাপতিত্ব করেন। উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়জনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী দীপস্কর রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ), মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমূখ। এসময় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্টানেের ৩৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মাহরুমা আক্তার।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত