
মোঃ মাহাবুবুর রহমান:কালীগঞ্জ ঝিনাইদহ
দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বেসরকারী ফলাফলে মাহফুজুর রহমান সহ-সভাপতি মুন্না,ও সাধারন সম্পাদক আতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাশিদুল ইসলাম জানান,
চিনিকলের অভ্যান্তরে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্ষন্ত ভোট গ্রহন করা হয়।
মোট ভোটার সংখ্যা ১৫২৪ টি। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মাহফুজুর রহমান মুন্না আনারস প্রতিকে (২১০ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতিকুর রহমান চশমা প্রতিকে (১২৫ ভোট) ও মশিউর রহমান স্বপন চেয়ার প্রতিকে পেয়েছেন (১৪০ ভোট)। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আতিয়ার রহমান গরুগাড়ী প্রতিকে (৩৭৬ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতাউল হক জেহাদ ছাতা প্রতিকে পেয়েছেন -২৯ ভোটও দেবাদিদেব ভট্টাচার্ষ্য মাছ প্রতিকে পেয়েছেন -৭৯ ভোট।
এ নির্বাচনে ৯ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন- এমরান হোসেন ফুটবল প্রতিকে -৪০৬ ভোট।
কামরুজ্জামান টুটুল মোমবাতী প্রতিকে-৩৮২ ভোট।
জাহিদুল ইসলাম দোয়াত কলম প্রতিকে-৩৪৭ ভোট।
ফাইজুর রহমান আম প্রতিকে প্রতিকে-৩৭২ ভোট।
মাসুদুর রহমান উড়োজাহাজ প্রতিকে প্রতিকে-৩৩০ ভোট। মিলন বিশ্বাস দেওয়াল ঘড়ি প্রতিকে-৪০০ ভোট।
রফিকুল ইসলাম টেলিভিশন প্রতিকে-৩৪৪ ভোট।
সাহাদ আরী মোরগ প্রতিকে -৩৫৯ ভোট।
ও সাহার আলী বাস প্রতিকে ৩৭০ ভোট
পেয়ে বিজয়ী হয়েছেন।
Discussion about this post