প্রকৃতির ভারসাম্যরক্ষায় গাছের অবদান অপরিসীম। সামাজিক দায়বদ্ধতা থেকে টঙ্গীর সুহৃদরা এবার অংশ নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি তে।
জুন ও জুলাই মাস বর্ষাকাল, তাই এই মৌসুমটি গাছ লাগানোর উপযুক্ত সময়। এছাড়াও ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাই বুধবার আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় সমকাল সুহৃদ সমাবেশ টঙ্গীর বৃক্ষরোপণ কর্মসূচি। বেলা ৪ টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাবা ফৌজিয়া খানম চৌধুরী, সামিনা ইসলাম, সহকারী শিক্ষক সামিনা ইসলাম, সহকারী শিক্ষক রোমানা আফরোজ। অংশগ্রহণে কর্মসূচির শুভ উদ্বোধন হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ টঙ্গীর সভাপতি আবু সালেহ মুসা, সম্পাদক মো: রায়হান, সহ সাহিত্য সম্পাদক সুমাইয়া আক্তারটংগী সরকারি কলেজ সুহৃদের আফিয়া আঞ্জুম অনন্যা। এ সময় আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশাপাশি টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ১৬ টি নিম গাছ ও ২ টি কামিনী ফুলের গাছ রোপণ করা হয়। নিম গাছ সবচেয়ে বেশী অক্সিজেন সরবরাহকারী বৃক্ষ এবং ঔষধি গাছ। তাই নিমগাছের গুরুত্ব বিবেচনা করে অধিক সংখ্যক নিমের চারা রোপণ করা হয়।
কর্মসূচির সমাপ্তি শেষে সভাপতি আবু সালেহ মুসা জানান, সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে সমকালের সুহৃদরা। আগামীর বাংলাদেশ হবে তরুণদের, আগামী হবে সবুজায়নের বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত