
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যূবশক্তি গাজীপুর মহানগর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) বিকেল ৫টায় গাজীপুর মহানগরীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে ঢাকা ময়মনসিংহ মহসড়কের উপর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় নৃশংস ভাবে যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে অবিলম্বে দোষীদের সাজা নিশ্চিত করতে হবে। একটি দলকে ইঙ্গীত করে বক্তারা বলেন, এ দেশ থেকে সৈরাচার সরকার যেভাবে বিতারিত করা হয়েছে এই হত্যাকাণ্ডের কঠোর বিচার না হলে আপনাদেরকেও বিতারিত করতে দিধা করবেনা ছাত্র জনতা। বক্তারা আরো বলেন, ২৪এর যোদ্ধারা ঘরে ফেরেনি তারা এখনো মাঠে আছে। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এসময় বক্তব্য দেন, জাতীয় যূবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মো: মহসিন উদ্দিন, সংগঠক এমএস ইসলাম আসাদ, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব মেজাম্মেল, জেলা যুগ্ম-আহ্বায়ক আকাশ ঘোষ, যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল, জেলা যুগ্ম-আহ্বায়ক তানজিল, জেলা সংগঠক আকাশ, জেলা সদস্য হামজা প্রমূখ।
Discussion about this post