নীলফামারী প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলাবাসী ও গোলমুন্ডা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রউফুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।
পরিশেষে তিনি আরও বলেন, আসুন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি।
১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে গোলমুন্ডা যুবদলের পক্ষ থেকে দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।শুভ নববর্ষ।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত