গাজীপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। করোনা পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিতে বিতর্ক কার্যক্রম স্থগিত থাকলেও আবারো শুরু হলো বিতর্ক প্রশিক্ষণ।
প্রতীতি বিতর্ক সংঘ এর হাত ধরে পুন:রায় বিতর্ক জগতে প্রবেশ করলো রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। দীর্ঘ ৫ বছর বিতর্ক কার্যক্রম থেকে দূরে থাকলেও প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা নাসরিন আনজুম রুনীর হাত ধরে আবারও শিক্ষার্থীরা পেয়েছে আলোর দেখা। গাজীপুরে এখন পর্যন্ত টানা তিন জাতীয় বিতর্কে কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া একমাত্র প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আরডিসি নামকরণের মাধ্যমে যাত্রা শুরু হলেও স্থগিত হবার পরে আবারও সেই পুরনো নামে ৩৩ জন বিতার্কিক নিয়ে যাত্রা শুরু হলো তাদের। যাত্রার প্রথম দিনে বিতর্ক কি, কেন করবে, বিতর্কের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করা হয়। সেই সাথে সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব নিয়েও কথা বলা হয়।
প্রতিষ্ঠানটির শিক্ষিকা নাসরিন আনজুম রুনি জানান, আমরাও চাই আমাদের শিক্ষার্থীরা সহ শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসুক। প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে দিক।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত