গাজীপুরে বিতর্কের চর্চা খুব বেশীদিনের নয়, এরই মাঝে কয়েকটি প্রতিষ্ঠান জাতীয় বিতর্কে অংশ নিয়ে সুনাম বয়ে এনেছে। সেই পালকে যুক্ত হতে যাচ্ছে রাজেন্দ্রপুরের নয়নপুরের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
গাজীপুরে সংসদীয় বিতর্ক শুরু হয় ২০১৬ সাল থেকে। এরপর সফিউদ্দিন,রাণী বিলাসমনি, গাজীপুর মহিলা কলেজ, গাজীপুর সরকারি বালিকা, কালেক্টরেট স্কুল জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এর মাঝে রাণী বিলাসমনি পরপর তিনটি জাতীয় বিতর্কে ব্রেক পায়। যা গাজীপুরে প্রথম। তারই ধারাবাহিকতায় ৬ষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গাজীপুরে পূর্ণাঙ্গ বিতর্ক ক্লাব কমিটি ঘোষণা করে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। এর আগে ২০১৯ সালে প্রতিষ্ঠান টি অন্ত: গাজীপুর জেলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল ক্যাটাগরিতে রানার্স আপ হয়। কলেজ ক্যাটাগরিতে সেমি ফাইনালিস্ট হয়। সেই যাত্রাকে আরো বেগবান করতে ১২/০৭/২০২৫ রোজ শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতর্ক ক্লাবের কমিটি ঘোষণা করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতীতি বিতর্ক সংঘ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু সালেহ মুসা, প্রতিষ্ঠানটির প্রভাষক এ এইচ এম তাহের এবং কো অর্ডিনেটর শাখাওয়াত রাসেল।
১ বছর মেয়াদী কমিটিতে সভাপতি মনোনীত হন হুমায়রা রহমান এবং সাধারণ সম্পাদক পদে জান্নাতুল মাওয়া ইলমা। এছাড়া অন্যান্য সদস্যরা হলো, সহ সভাপতি রোকেয়া আক্তার নূর, সহ সাধারণ সম্পাদক সোনালী সরকার, সাংগঠনিক সম্পাদক কবিতা আক্তার, প্রচার সম্পাদক আফরিন জাহান মৌরিন, দফতর সম্পাদক শারিকা, অর্থ সম্পাদক তৌহিদুল। এছাড়া অন্যান্য সদস্যরা হলো, আয়েশা রহমান, আব্দুল্লাহ আল ফারাবী, আবির আহমেদ, ধ্রুব, মিথিলা, মুফতাসিন আল ফুয়াদ, জুই, মাহিদা নাজনীন, আয়েশা আহমেদ ও শাহেদিন ইসলাম শাহীদ।
প্রতিষ্ঠানটির কো অর্ডিনেটর শাখাওয়াত রাসেল জানান, দ্রুতই নিজ প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসের ভিতর একটি প্রতিযোগিতা আয়োজন শেষে গাজীপুরের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রীতি বিতর্ক আয়োজন করা হবে যাতে করে ছেলেমেয়েরা জাতীয় বিতর্কে অংশ নেয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত