
গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার হাররকান্দি গ্রামের মো. আরাফাত আলীর মেয়ে। মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের হারিকেন এলাকায় চম্পা মহাসড়কের মাঝের লেন ধরে হেঁটে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পোশাক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীর মৃত্যুর খবরে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল থেকে বেরিয়ে এসে আশেপাশের সকল কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানা ছুটি দিতে কর্তৃপক্ষকে বাধ্য করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এসময় যানচলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী, চালক ও পথচারীরা । খবর পেয়ে থানা পুলিশ, শিল্পপুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালান। এসময় আন্দোলনকারী শ্রমিকরা সেনাবাহিনীর সদস্যদের কাছে সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশে প্রতিটি কারখানার সামনে স্পীড ব্রেকার দেওয়ার দাবি জানান। পরে দাবি মেনে নেয়ায় প্রায় ১ঘন্টা পর শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বিক্ষোভ ও অবরোধ চলাকালে কেউ আটক বা আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
Discussion about this post