ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যাবহার করে দেশকে অস্থিতিশীল করতে ও বহিঃর্বিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে নাশকতা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায়ে গাজীপুরের গাছা মেট্রো থানার বোর্ডবাজার এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলের সদস্যরা।
সোমবার (৭এপ্রিল) রাতে গাজীপুরে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ দলের সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাত পৌনে একটায় গাছা থানায় আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান।
তিনি বলেন, সোমবার দুপুর পৌনে ২টায় মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করে বহিঃর্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা ভাঙচুর লুটপাট ও ক্ষতিসাধন করে।
এ সময় সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থল এলাকায় অবস্থান করে দুষ্কৃতিকারীদের ছাত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক দুষ্কৃতিকারী সনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হয় একইদিন দিবাগত রাতে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আরো জানান, এছারা এ ঘটনায় সরাসরি জড়িত, ঘটনার উস্কানি দাতা, পরিকল্পনাকারী ও মদদ-দাতাদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালমান রয়েছে। তিনি এও জানান যে, ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লীষ্ট কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা হাফিজুর রহমান।
গ্রেপ্তাররা হলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের সবুজ ও শিল্পি দম্পতির ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহের ত্রিশালের কামাল ও শিমু বেগম দম্পতির ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের বাহেরচরের জাহাঙ্গীর আলম ও আসমা বেগম দম্পতির ছেলে শাহিন (১৯)। তারা তিনজন গাজীপুরের অস্থায়ী বাসিন্দা। অপরজন গাজীপুরের গাছা থানার আমীর হোসেন ও পারুল বেগম দম্পতির ছেলে জয়নাল আবেদীন (২১)।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত