
মোঃ মুজাহিদুল ইসলামঃ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নাদিমের বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা।নাদিম মাহমুদকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, বুধবার রাত আনু: ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদ কে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ইতি মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বড় বড় দোসরদের গ্রেফতার করে এলাকায় প্রচুর সুনাম অর্জন করছেন।
Discussion about this post