প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৭:২৬ এ.এম
গাজীপুরের গাছা মেট্রো থানা এলাকায় প্লাস্টিক কারখানায় ডাকাতি; গ্রেফতার:৩

গাজীপুর মহানগরীর গাছা ঈশ্বড্ডা এলাকায় আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১০/১২ জন অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে ১০লাখ তিনহাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় কারখানা থেকে খোয়া যায়, ৬লাখ টাকা মূল্যের ১১৩ ব্যাগ প্লাস্টিক কাঁচামাল (দানা), ২লাখ টাকা মূল্যের পলি বানানোর ৪০টি ডাইস, ৭০হাজার টাকা মূল্যের একটি আইপিএস ও ২টি ব্যাটারী, ১৬হাজার টাকা মূল্যের দু'টি স্ট্যান্ড ঝার ফ্যান, ১২হাজার মূল্যের ২টি গ্যান্ডিং ম্যাশিন, নগদ ৫০০০টাকা, ২৯হাজার মূল্যের তিনটি মুঠোফোন, ১০হাজার মূল্যের ১টি পাঁচঘোড়া মটর, ১০হাজার টাকা মূল্যের ১টি সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ একটি ডিভাইস-সহ ৫০হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল।
পরের দিন সোমবার (২৩জুন) গাছা থানায় ১০লাখ তিনহাজার টাকা মূল্যের মালামাল ডাকাতির একটি মামলা রুজু করেন কারখানা কর্তৃপক্ষ। যার নাম্বার ১৯ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। এর প্রেক্ষিতে ৬দিনের ব্যবধানে নগরীর উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ও গাছা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায়, গাছা থানার অফিসার ইন-চার্জ আমিনুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে, তথ্য প্রযুক্তি ব্যাবহার করে অভিযান চালিয়ে গাছা থানাধীন জাঝর এলাকা থেকে রবিবার দিবাগত রাতে দেশিয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাতরা হলো, কাউছার মিয়া (৩৫), সাব্বির হোসেন রাজিব (২৫) ও মো: শাখাওয়াত ওরফে সৈকত (২৬)। এর মধে সৈকত গাজীপুরের স্থায়ী বাসিন্দা বাকি দু'জন অস্থায়ী বসবাস করে এসব অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলো। এসময় গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি চাইনিজ কুড়াল, ১ টি সুইচ গিয়ার, ১ টি হাতল সহ হেসকো ব্লেড, ১ টি সিজার, ১ টি টেসটার, ১ টি সেলাই রেঞ্চ ও ৬ টি ঢালি উদ্ধার করা হয়।
কাউছার মিয়া (৩৫), হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আ. হাই- মালেকা খাতুন দম্পতির ছেলে, সে নগরীর গাছা থানার নতুন বাজার এলাকার অস্থায়ী বাসিন্দা, রাজিব ময়মনসিংহের ত্রিশালের চরমদাখালী গ্রামের আলাউদ্দি -শিরিনা বেগমের ছেলে, সে গাছা থানার মুন্সিমার্কেট এলাকার অস্থায়ী বাসিন্দা এবং সৈকত নগরীর সদর থানার কোমোনা গ্রামের মো: নাসির রাশিদা দম্পতির ছেলে ও একই এলাকার স্থায়ী বাসিন্দা।
রোববার দিবাগত রাত সোয়া ১টায় সোমবার (৩০জুন) গাছা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির বরাতে পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই নগরীর গাছা, বাসন, জয়দেবপুর ও নরসিংদীর শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে কাউছারের বিরুদ্ধে ৭টি, সাব্বিরের বিরুদ্ধে ৮টি ও শাখাওয়াতের বিরুদ্ধে দু'টি মামলার বিস্তারিত উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন জানিয়ে দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে জানান, নগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft