
সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃগাজীপুরে অনলাইনে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য চীনা নাগরিকসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চীনা নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম গাজীপুর মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল জব্ধ করা হয়।
মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মা ফিউবিন বাংলাদেশে এজেন্ট হিসেবে অবস্থান করে চীনে বসবাসকৃত তার সহযোগীরা বাংলাদেশের নিরীহ ও সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার প্রলোভন দেখিয়ে টেলিগ্রামের মাধ্যমে ‘ÔWayFair Work Solitions01357” এ এড করে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা পয়সা হাতিয়ে নেয়।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, গ্রেপ্তারকৃত চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ ব্যবহার করে বাংলাদেশিদের থেকে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে।
ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিত ভাবে প্রতারনার উদ্দেশ্যে টেলিগ্রামের ‘ÔWayFair Work Solitions01357” আইডি ব্যবহার করে ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
Discussion about this post