প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১:০৬ পি.এম
গাজীপুরে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত স্বর্ণ ও ডলার উদ্ধার,গ্রেফতার:২

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ইন্দোনেশীয় দুই নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ ডলার উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।
গত ৩ আগস্ট গভীর রাতে (২:১৫ মিনিট), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী যাওয়ার পথে যানজটে আটকে থাকা অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুই বিদেশি নাগরিকের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় ৪.৮ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত সামগ্রীর মধ্যে ছিল মোবাইল ফোন, ডেবিট/ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ৬০০ মার্কিন ডলার, ৬০ মালয়েশিয়ান রিংগিত এবং প্রায় ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার।
পরে ভুক্তভোগীরা গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:মো. রহিম মিয়া (২৯), পূর্বে ৬টি মামলার আসামি,শমসের আহমেদ (৩৩)তাদের কাছ থেকে ০২টি স্বর্ণের আংটি, ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, ২০ মার্কিন ডলার, ২২ মালয়েশিয়ান রিংগিত এবং দস্যুতায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করার পরে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft