প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১:০৩ পি.এম
গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাযায় জনতার ঢল

গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের নামাজে জানাযায় জনতার ঢল নামে। শুক্রবার বাদ জুমা চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জুমার জামাত শেষে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হন। জানাযা শেষে 'আয়োজনে গাজীপুরের সাধারণ মুসল্লী' এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির নেতারাও বক্তব্য দেন। এর আগে ঈদগাহ ময়দানে সাংবাদিক তুহিনের জানাযা নামাজের আগে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, ইসলামী আন্দোলনের গাজীপুর মহানগর আমীর মো.গাজী আতাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক আলী নাসেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এদিকে গাজীপুরের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় এ নির্মম হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান৷ এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদককারবারিদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তুলেন।
এসময় সাংবাদিকরা বলেন, ঘটনার ১৭ ঘন্টা অতিক্রম হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ আসামিরা চিহ্নিত তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।
প্রকাশক ও সম্পাদকঃ জাহাঙ্গীর আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft