
বোবাও কথা বলবে
মোঃ এমদাদুল হক
পারিনা যদিও কিছু, তবুও লিখি কথা।
ছাড়িনা তার পিছু, তবুও হয়না দেখা।
চেষ্টা করি ধরতে, তবুও দেয় না ধরা।
হার মেনে চাই মরতে, যায়না কভু মরা।
লিখছি বসে দিনরাত, হচ্ছে না তবু কিছু।
এসব নাকি ডালভাত, শুনে হয় মাথা নিচু।
কোথায় যে প্যাচটা, পারিনা তা ধরতে।
করছি প্রচুর চেষ্টা, পারছি না তবু লড়তে।
লেখা নয় গো সোজা, তবুও লিখে যাই।
যদিও যায় না বোঝা, তবু লিখেই শান্তি পাই।
খুঁজছি আমি যাকে, পাচ্ছি না তাকে কোথাও।
যদি পাই তাকে, লেখা পড়ে কথা বলবে বোবাও।
কোথায় তাকে পাই, এমন লেখার জন্যে।
পাহাড় বনেও যাই, খুঁজি সেথা হয়ে হন্যে।
আকাশে বাতাসে খুঁজি, খুঁজি সমুদ্রের গর্জনে।
ভাষা না বুঝি, খুঁজি তবু ক্রন্দনরত মেঘের বর্ষণে।
এত কিছু করছি, শুধু একটি কবিতার জন্য।
অনেক শব্দই ধরছি, বন থেকে করে তন্য তন্য।
কাকে যে খুঁজছি, শুধু লেখার জন্য ওরে বোকা!
অবশেষে বুঝছি, খুঁজতে গিয়েও খাচ্ছি ধোকা।
এত খোঁজার পরেও, কোথাও নাহি পাই তারে।
এতকিছু করেও, শেষে হার মেনে যাই সরে।
Discussion about this post