খোঁজ নিয়ে জানা যায় এই মুকুল গাজি ডেসটিনি,লাইফওয়ে সহ একাধিক এমএলএম ব্যবসা পরিচালনা করে মানুষের সাথে প্রতারণা করে আসছে।ফের বড়বাড়ি এমজি বাজার নাম দিয়ে প্রতারণা করার নতুন আরেক ফাঁদ তৈরি করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ডেসটিনি, লাইফওয়ে সহ একাধিক কোম্পানির পরিচালনা করে নতুন করে ফ্লাট,প্লট, গার্মেন্ট কলকারখানা,খামার সহ সাইনবোর্ড দিয়ে করছে ব্যবসা।তার নতুন ফাঁদে গার্মেন্ট কারখানা সহ গরিব অসহায় মানুষেদেরকে টার্গেট করে চালাচ্ছে এমজি বাজার।
ডেসটিনির পর দেশজুড়ে প্রতারণার ফাঁদ পেঁতে নামে বেনামে বিভিন্ন পন্য, প্লট, ফ্ল্যাট ইনভেস্টমেন্ট সহ গড়ে তোলে ছিল কোম্পানি, এই প্রতারক চক্র। এমএলএম কোম্পানী খুলে বিভিন্ন এলাকা থেকে অনেকেই উধাও হয়েছে যা প্রায় সময়ই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। কিন্তু অধিক অর্থের প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করছে, সহজ-সরল সাধারণ মানুষকে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তাদের সারাজীবনের কষ্টের অর্থ।দামের চেয়ে মানে সেরা ইনভেস্ট মানি আপনি কোটি কোটি টাকার মালিক।ভবিষ্যতের আয়ের আশায় তাদের সেই ফাঁদে ফেলেন। এদিকে বেকার যুবকদের টার্গেট করে,বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পেতে দেখানো হয় বিভিন্ন প্রলোভন, ঠিক তখনই পরে যান তাদের পাতা জালে, স্থানীয় রাজনৈতিক লোকদের নাম ভাঙিয়ে বড়বাড়ি এমজি বাজার নামে এমএলএম কোম্পানীর রমরমা বাণিজ্য করছে। তাদের প্রথম মোটিভেশন হলো বিজয়িরা একই কাজ করে ভিন্ন ভাবে।
৫ ই আগস্ট এর পর দেশ যখন সংস্কার নিয়ে ব্যস্ত ঠিক তখনই বিগত দিনের এমএলএম ব্যবসার সাথে জড়িত বেশিরভাগ লোকই এমজি বাজার নাম দিয়ে তাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাম গঞ্জের অসহায় খেটে খাওয়া মানুষদের টার্গেট করে তাদেরকে দিয়ে করানো হচ্ছে ইনভেস্ট।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন আমি আবু সাইদ গ্রুপে কাজকরি, অন্য জন বলেন উধাও হওয়া নাজরানে ছিলাম, আরও একজন বলেন এমজি বাজার কোম্পানির চেয়ারম্যান লুৎফর রহমান শান্ত
এমডি মুকুল গাজী এখানে কোন লছ নাই কোম্পানির মালিকদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচালনা হচ্ছে এমজি বাজার।
কিছু অফিসার আছেন সবাই ভালো বুঝে তাদের মাধ্যমে আপনিও লাভবান হতে এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন বলে গ্রাম গঞ্জের
সহজ সরল মানুষ।
তারা আরও বলেন আমাদের প্রজেক্ট গুলো হলো গাজীপুর, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও খুলনায় গরু ও গরুর ঘাস চাষ হচ্ছে, মাছের খামার আছে, ইলেকট্রনিক এবং এপার্টমেন্ট,প্লট ফ্লাট গার্মেন্টস সহ একাধিক ও বহুমুখী প্রজেক্ট আছে কোম্পানি। এটা বড় কোম্পানি ব্যবসা আর ব্যবসা, টাকার ছড়াছড়ি চলছে। দ্রুত এসে ইনভেস্ট করুন অনেক লাভবান হবেন এক বছরেই ডাবল হয়ে যাবে।
এদিকে এবিষয়ে জানতে এমজি বাজার এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুকুল গাজী বলেন এটা ট্রেডিশনাল সিস্টেম বিজনেস, বিনিয়োগের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন এখন আছেন কোথায় আমি আগামীকাল আসব লাঞ্চের পরে অফিসে আসেন চায়ের দাওয়াত রইলো।
তবে এবিষয়ে জানতে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আমিনুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,
এবিষয়ে কোন ভুক্তভোগী লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। যেহেতু আমি আপনার মাধ্যমে প্রাথমিক তথ্য পেয়েছে এই তথ্যের ভিত্তিতে আমরা অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিব।